দেখিতে না পাই তোমারে
দেখিতে না পাই তোমারে


দেখিতে না পাই তোমারে
তবু জানি তুমি রয়েছো দাঁড়ায়ে
মম হৃদয়ের ক্ষুদ্র কুঠির প্রাঙ্গণে
আশা-নিরাশার দোলায় দুলিয়া
মন মাঝি যায় চলিয়া
দূর হতে দূর দূরান্তরে
রোগ, শোক, মোহে ভর করি
প্রেমের সুতো দিয়ে বাঁধা
হৃদয় বীণার তারখানি ছিঁড়ি
রাখিতে ধরে, পাবে বলে
অরূপ তোমার রূপের ছোঁয়া
পায়নি পরশ যুগ যুগ ধরি
ক্লান্ত হইয়া বিহ্বলতায়
তাকায় শুধু গগন পানে
শূন্য হিয়া কহে মরমে
পূর্ণ করো হে চিত্ত কমল
প্রেমের বারিষ সিঞ্চনে
মিলিবে রত্ন, মিলিবে স্বর্গ
বিলালে প্রেম সবারে