দেহ ও মন
দেহ ও মন
প্রেম ও ভালোবাসা কি এক, নাকি আলাদা?
ব্যাপারটা মাঝে মধ্যে ভাবায় বটে।
আসলে আগে বোঝা চাই দেহ আর মন কি আলাদা?
যখন মানুষ নিজের মনকে হারিয়ে পাগোল হয়,
বা সব স্মৃতি ভুলে যায় তখনও দেহটা থাকে।
তার মানে সত্যিই মন ও দেহ পুরোপুরি আলাদা!
যদি ভালোবসাটা শুধু ই মনের হয়,
তাহলে দেহকে ছোঁয়া টা জরুরী নয়।
কিন্তু তা কি হয় সাধারণ মানুষের বেলায় !
দেহ ও মনকে যদি ভাবা যায় পাশাপাশি রেললাইন,
তাহলে বোধহয় ব্যাপারটা একটু সহজ হয়।
তার বদলে কখনও প্রেমিক যুগল মনে হয়,
নিজেদের ভাবে দুটো আলাদা রেলের লাইন।
বিরহের কষ্টের বোধহয় এটাই একটা মুখ্য কারণ!
ভালোবাসলে কি খুব জরুরী দৈহিক মিলন?
দৈহিক মিলনের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন,
তাতে সুখি হতে পারে হয়তো বিবাহিত জীবন।
আর নিস্পাপ ভালোবাসা যদি হয় বন্ধুত্বের মতন,
তখন তা বাঁচতে পারে একমাত্র তখনই,
যদি ভাবতে পারে নিজেদের রেললাইনের মতন।
থাক এটুকু দুরত্ব, বন্ধু যদি পাওয়া যায় মনের মতন।
আজীবন পাশে থেকে একে অপরের খেয়াল রাখা,
কম কথা নয়, এভাবেও তো খুশি থাকা যায়,
অনেক ভাগ্য করেই পাওয়া যায় এমন জীবন।
প্রেম বা ভালোবাসা কোনোটাই দুঃখের নয়,
আকাঙ্ক্ষা অকারণেই মানুষ কে দুঃখ দেয়।
প্রেম তো আসলে সদাই আনন্দ ময়।
কখনও কখনও তাই দেহাতীত প্রেমে ঈশ্বর দর্শন হয়।

