STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Fantasy Others

3  

Kausik Chakraborty

Abstract Fantasy Others

ডিজাস্টার

ডিজাস্টার

1 min
200

জানলা ছুঁয়েই মুছছি কেবল এক শালিক

ধ্বংস করার কারবারিরাও শপথ নিক


সেই দুচোখেও উঠবে কেবল শেষ প্রমাণ

পাল্টে যাচ্ছে মানুষ কেনার তরজমা 


যখন বাজার উপচে উঠে ডাকবে লোক

সব দোকানের স্থাবর পুতুল বিক্রি হোক


এরোপ্লেনের জানলা খোলার খুব তাগিদ

মেট্রো শহর অ্যাটোম বোমের ট্রায়াল নিক


নিজের কথাও বলছ, নাকি খুড়োর কল

টিয়ার ঠোঁটেও উঠছে সেসব পার্শ্বফল


কোন কারবারি গিলছে কেবল স্লিপিং পিল

ভিজবে আজকে মৃত্যুশূন্য চের্নোবিল


ডিজাস্টারের মধ্যে নিজের শ্বাস বেচে

কেউ কেউ তবু মৃত্যু তারিখ বদলেছে


জিনিস কেনার আগেই কিনলে মনকেমন

ইন্টারেস্টে জুড়ছে কেবল বাড়তি লোন।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract