দায়
দায়
ইচ্ছে করলেই লিখতে পারি কাব্য ;
ছোট্ট একটা শব্দ শুধু - দায় ,
বয়েই গেছে প্রেমের কথা ভাবব ;
দায়িত্বটুকু চাপিয়ে দিই দুর্ভিক্ষের গায়।
ইচ্ছে করেই দিচ্ছি লিখে গদ্য ;
বুলবুলির সেই লম্বা চওড়া বুলি,
ঝামা ধরা ইটের মত দুর্বোধ্য ;
ধামাধরা লোকেরা সব করে চুলোচুলি।
রাজপথের ওই লম্বা মিছিল শেষে ;
এসকর্ট ভ্যান তীক্ষ্ণ নজর রাখে,
জড়িয়ে দিয়ে মিথ্যে কোন কেসে;
বুলবুলিটা শিস দেয় গাছের শাখে ।
ইচ্ছে করেই লিখিনি কোন পদ্য ;
শব্দেরা সব জড়িয়ে আছে ঘুমে,
যে শিশুটি জন্ম নিল সদ্য ;
দায় তো তারও বিশাল ঋণ চুমে।
দায় নেই কোন মনুষ্যত্ব বোধের ;
জন্তু ছাড়া বুদ্ধি ধরে যারা ,
দায় নেই কারও দূষণ-দোষণ রোধের ;
প্রেম আজকাল এমনই যে দিশেহারা ।
