দাঁড়ায়ে হৃদয় অঙ্গনে
দাঁড়ায়ে হৃদয় অঙ্গনে
কবিগুরুকে অঞ্জলি
তুমি আমার জীবন প্রদীপ
আঁধার রাতের তারা
হিয়ার মাঝে থাকো গোপন
না দাও কভু ধরা
তোমার আমার মিলন মাঝে
বহে প্রেমের ধারা
সে কি তুমি -অরূপ লোকে দাঁড়িয়ে থেকে
মনে প্রাণে সদা কয়ে যাও কথা
উদয় না হয়ে সামনে
উদিত রবির রশ্মি ছড়ায়ে
করে ভালোবাসার অন্ধ মোরে
শত জনমের গ্লানি ভুলে যাই
তোমারি নামের গুনে
দিবানিশি শুধু গান গেয়ে যাও
অলয়ের শুরে সুর মিলায়ে
বেজে উঠে তাই মরমের বীণা
তোমারি সুরের ঝংকারে
সে যে তুমি, দিতে চাই যারে
জনমে জনমে
প্রেমের ডালি সাজায়ে
দাঁড়ায়ে রয়েছো, গোপন রেখেছো
দেখিতে না পাই সম্মুখে
হৃদয়ের দ্বার খুলে দেখি
দাঁড়ায়ে হৃদয় অঙ্গনে