দাবি
দাবি


বিষয় - প্রপোজ ডে
আমার একটা তুই চাই
আমার মন্দবাসার কারণ,
আমার অবাধ্যতার হাতছানি উপেক্ষা করা
অহংকারী বারণ হওয়ার জন্য
আমার একটা তুই চাই।
আমার নৈব্যক্তিক প্রেমের ভেলা
যার বুকে ধাক্কা লেগে হবে চূর্ণবিচূর্ণ
আমার সেই রকম একটা তুই চাই।
আমার অভিমানের পারদভর্তি থার্মোমিটার,
আমার অসহায়ত্বের বোঝা ওঠানো পুলি হওয়ার জন্য
আমার একটা তুই চাই।
আমার পাঁচমেশালী রান্না, আর
যুক্তিবিহীন রাগের গিনিপিগ হওয়ার মতো
আমার একটা তুই চাই।
আমার অভ্যাসে
র অধ্যায় গুলো
যার নাম লিখে হবে কলঙ্কিনী,
মুঠোফোনের আলোকবর্ষ জোড়া দুরত্ব পেরিয়ে
যার উষ্ণতা এসে স্পর্শ করবে আমার চিবুক
আমার সেইরকম একটা তুই চাই।
আমার ভেজা চুল যার নিঃশ্বাসের জেরে হবে তড়িতাহত,
যার ঘামের গন্ধ মিশে পরিপূর্ণ করবে আমার সব সাজ
আমার সেইরকম একটা তুই চাই।
সারাদিনব্যাপী ব্যস্ততা কেনা বেচার পরও
যার গোবেচারা মুখে থাকবে মেদহীন হাসি,
হাতেহাত রেখে গহীন অরণ্যে হারিয়ে যাওয়ার জন্য
যার সাহসের মিলান হবে আকাশচুম্বী
আমার ঠিক ঐরকম একটা তুই চাই।
আমার একটা “তুই” চাই।