চুক্তিচাষ
চুক্তিচাষ
কৃষকের সন্তান স্কুলে যাবে
কাজল সুরমা মেখে।
বড় হবে খেলে পড়ে
আনন্দের দেশে।
গ্রীষ্ম বর্ষা শীত মেখে
ফসল ফলায় যে,
তার অধিকার কেড়ে নেয়
এ কোন্ সর্বনেশে।
থাকবে না কোন নিয়ন্ত্রণ
খোলা বাজারে।
চুক্তি চাষে জেরবার হবে।
মরবে হাজারে।
মনে পড়ে নীলচাষ
ওরে হতভাগা।
বাজার এবার বলে দেবে
কি হবে খাওয়া।
শিক্ষা হয়েছে পণ্য, এবার
খাদ্য হবে তাই।
বাজার বলবে ভাগচাষীকে
কি ফলানো চাই।
সবুজ গাঁয়ে দাঁত বসাবে
পুঁজির কালো থাবা।
চালের দেশে ফলবে আলু,
আলুর দেশে জবা।
সেই শস্য কিনবে পুঁজি
চলবে দরাদরি।
শ্রমের দাম গুলিয়ে দেবে
বাজারের কান্ডারি।
চাকরি যেমন ক্ষনস্থায়ী
শস্যও হবে তাই।
মাটি হবে অনুর্বর কারণ
লাভের শস্য চাই।
কৃষক, শ্রমিক, চাকুরীজীবি
সবাই হবে ত্রস্ত।
সেই সূযোগে পুঁজিপতি
পড়বে দামী বস্ত্র।
তোমরা যারা ভাসিয়েছ গা
এই গড্ডালিকায়,
একটু ভাব, মুখ ফুটে বল
'দেব না তেল আর চরকায়।'
আপদ আনছে বিপদ ভারী।
কেউ পাবে না পার।
বাজারের কাছে পরাজিত হবে
সবুজের সম্ভার।
