চলাচল
চলাচল


নৃশংস অভিযান সময়ের চলাচল
বদলে বদলে নিয়তির কোলাহল
যখনই বলি
এস চলি
যেখানে পথের সমষ্টি
এক ছাতায় উৎসব মুখর
আমাদের যৌথ রান্নাঘর ।
যতটুকু থাকা
ততটুকু একা
আমি তুমি সবাই গন্ধের মোহে
ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব ছাপিয়ে
লক্ষ্যের টানে ক্রমে ক্রমে সহে
নিঃশব্দে
ভাঙছি ভিড়
ভাঙছি তীর
খুঁজে নিতে জেদ করে বেঁচে থাকার
আর এক নতুন নীড় ।