STORYMIRROR

বিকাশ দাস

Tragedy

3  

বিকাশ দাস

Tragedy

চলাচল

চলাচল

1 min
465

নৃশংস অভিযান সময়ের চলাচল

বদলে বদলে নিয়তির কোলাহল

যখনই বলি 

এস চলি

যেখানে পথের সমষ্টি

এক ছাতায় উৎসব মুখর

আমাদের যৌথ রান্নাঘর ।


যতটুকু থাকা

ততটুকু একা

আমি তুমি সবাই গন্ধের মোহে

ঘাত প্রতিঘাত দ্বন্দ্ব ছাপিয়ে 

লক্ষ্যের টানে ক্রমে ক্রমে সহে

নিঃশব্দে 

ভাঙছি ভিড়

ভাঙছি তীর

খুঁজে নিতে জেদ করে বেঁচে থাকার

আর এক নতুন নীড় ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy