STORYMIRROR

SAIBAL SARKAR

Inspirational

3  

SAIBAL SARKAR

Inspirational

চিত্তকানন

চিত্তকানন

1 min
299

কাঁদবে তোমার হৃদয়তরী ভাসবে মায়ার কুলে, 

বাঁধলে যে ঘর অখিলঘরে ভুল বাসনার ফুলে। 

চিত্তকানন ফুলে ফুলে কথা ছিলো উঠবে ভরে, 

মনের মধু দিলে কোথায় শূন্য প্রান্তর রইলো পড়ে। 

এই যে আমার ভুবনজ্বালা পুড়ছে দহন কাতরে, 

দানের ঘরে শূন্য কেবল ডুবছি আত্মআঁধারে। 

অমূল্য এই জীবনঘড়ি চলবে কি আর অসীম কাল, 

ভাঙবে দেয়াল নকশা-পালিশ প্রাসাদ হবে বেহাল। 

উদার তোমার মনবীণা বাজাও পরহিতে, 

পরের দুঃখে জ্বলুক পরাণ যজ্ঞপুরাণ বিনাঘিতে। 

উজার করে দিলে রতন ফিরে পাবে সে ধন, 

মনের ঘরে মানিকজ্যোতি পূর্ণ হবে তখন।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational