STORYMIRROR

Sipra Debnath

Romance Inspirational

3  

Sipra Debnath

Romance Inspirational

ছটাক কিরণ দিও

ছটাক কিরণ দিও

1 min
178


ঘন তমশার মাঝে

ঘুম যবে ভাঙালে

অঞ্জলি ভরে দিও

জ্যোৎস্নার ফল্গুধারে,

শুদ্ধতা দিও দেহমন প্রাণ জুড়ে

প্রিয় তব আশিষ মেখে শীষে

অন্তর হতে যেন প্রেমের শিশির ঝরে পড়ে।

একবার অবগাহন করতে দাও

যেখানে চলছে বয়ে তোমার শিরায় শিরায়

কাকচক্ষু মালিনীর ঢেউ।

ঐ যে অতলান্ত বিশাল সমুদ্র বক্ষে

ঘুমিয়ে রয়েছে সুসুপ্ত নিশ্চল দেহ

জ্বলে উঠুক ধ্রুবতারকার মত

উদারতার ছটাক কিরণ দিও

বিশুদ্ধ নির্মল হব অন্তর ধুয়ে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance