ছেড়ে যাওয়া
ছেড়ে যাওয়া
শ্মশানের চিতা নিভিয়ে
পুকুরের স্নান সেরে
নদীর পারে রেখে আসি অধিকার ও সাহস
শ্যাওলার জালে জড়িয়ে আমাদের স্মৃতিচিহ্নগুলি
এখনো পর্যন্ত ধুলো নেই,বালি নেই,
চলে যাওয়াটিও বাউলের গান…
সে যাওয়ার দিকে তাকিয়ে আছে ছেঁড়া জুতো ,
লোহার বাতি…
মাথার উপরে নীল আকাশ
ছেড়ে যাওয়া বিছানাটি নিভাঁজ, টানটান
ফিরবে না জেনে প্রতিটি ঠিকানা মিথ্যে মনে হয়
ফিরবে না জেনে এই মায়া, এই ছায়া কী নির্লিপ্ত, অসহায়
অসহ্য চিৎকার শেষে ঘরে ফিরে দেখি
স্মৃতির ডায়েরি খুলে মৃদু মৃদু হাসছ তুমি…
তোমার এত কীসের ঘুম!
সুখনিদ্রা ছেড়ে জেগে দেখো, শূন্য চারপাশ,
ঝরঝরে, হালকা, ঘুমের ওষুধ বৃথা,
ঘুমের প্রতিটি ভান মিথ্যা ছিল এতদিন!
এতটা আকুল যে সব ভেঙে শরীর খোঁজো,
সে শরীর জীর্ণ, ছাইভস্মসার…

