STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

বুদ্ধত্ব

বুদ্ধত্ব

1 min
279


বক্ষে যে তার মরীচিকার ঢল ;

ফাগুন দিনে হলকা বায়ু বয়,

মনটা তার চোখের মত মাংসল ;

মুক বধিরও কাব্যের ধ্বণি হয় ।


গত জনমের আলো ছায়া বায়ু ;

এখন নেই হুবহু তেমন স্নিগ্ধ,

কথায় কথায় হ্রাস পায় পরমায়ু ;

জীবের জীবনী যৌবনে হয় ঋদ্ধ।


হিমালয় ছিল অতল সাগর তলে;

জনমিল এক পর্বত যার শির ,

হয়নি কখনো নত ; তাই বলে ;

সৌষ্ঠব কভু ভাঙে নাই হিমাদ্রির ।


জীবন মৃত্যু দুই পরোয়ানা হাতে ;

ধরিয়ে দিল যে শরীয়তি ধারা,

পুনর্জন্ম নামক রাখি বন্ধন সাথে ;

বুদ্ধ হব কোন এক যোগীপারা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics