STORYMIRROR

Nandita Pal

Romance Inspirational

3  

Nandita Pal

Romance Inspirational

বুদবুদ

বুদবুদ

1 min
210

আকাশ ভরা কথারা ডুবে যাচ্ছিল অথৈ তলে,

বুদবুদ গুলো বকবকম কত রকম যে সুরে;

সময়ের চলন যেন আঠায় আটকে দেওয়ালে,

বাটখারায় নিঃশ্বাসের গোনাগুন্তি বারেবারে।


প্রানপনে আঁকড়ে ধরে আটকে দেব ভরাডুবি,

দেখতে পাচ্ছি তোমায় পেঁচিয়ে ধরছে মহামারি-

কালো বিষাক্ত সেই সমুদ্রে ছুঁতেই দিলে না তুমি;

অসহায় মনের কোণে কাঁদার শক্তি হারিয়ে মরি।


তখন সোনা গলা রোদে এক চিলতে আশা,

বর্ষার খবর নিয়ে সারা রাত ব্যাঙেরা অবিরাম।

কয়েক ক্রোশের ক্লান্তিতে তুমি জয়ী ভালোবাসা

ছলাত ছলাত নদীর জলে গান ধরেছে সুখরাম।


Rate this content
Log in

Similar bengali poem from Romance