STORYMIRROR

Manik Goswami

Romance Classics Others

3  

Manik Goswami

Romance Classics Others

বসন্ত রয়ে গেছে

বসন্ত রয়ে গেছে

1 min
10


জীবনে বসন্ত থমকে রয়েছে, উদাসীন যৌবনে,

পাতা ঝরার প্রহর শেষে,

নব পত্রিকার আদুরে বেশে,

রূপের বাহার ছড়িয়ে গেছে সীমাহীন ফুলবনে।

গাছের শাখে লেগেছে দোলা বাতাস আলিঙ্গনে।


বসন্তের মলয়ে ভাসে প্রেমিক মনের খুশি,

ভেসে চলে মেঘের পল্লবে,

পাখির পাখার শক্তির গৌরবে,

রূপকথার কাহিনীতে ফোঁটে রাজকন্যের হাসি।

প্রকৃতি ছোঁয়ায় ধরণী এখন ভালোবাসা প্রত্যাশী।


আদুরে গলায় কোকিলের সুরে আহবান দিকে দিকে,

ভালোবাসায় সাজানো ঘরে,

প্রাণের প্রিয় আসার তরে,

পথ চেয়ে রয় মনোমোহিনী কৃষ্ণচূড়ার শাখে।

ফাগুন হাওয়ার সুরেলা বাঁশি প্রেমের চিত্র আঁকে।


পলাশের বুকে জেগেছে পুলক রক্তিম আভরণে,

সুবাস ছড়ায়ে মুকুল মঞ্জরী,

সবুজ প্রাণেতে খুশির ছড়াছড়ি,

রঙিন ভুবনে, মনের গোপনে, নির্মল শিহরণে। 

কাঙ্খিত প্রেমে নেই অবসাদ, উত্তাল আলোড়নে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance