STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Inspirational

2  

Sanghamitra Roychowdhury

Inspirational

বর্তমান

বর্তমান

1 min
951

আরেকটু খানি সময় পাবি, এমনটা কি কেউ বলেছে?

বাঁচার ইচ্ছে জড়িয়ে গায়ে, বাঁচতে চাইলে বেঁচেই নে রে।

নিঙড়ে নিয়ে মুহূর্তদের, দু'হাত মেলে ফূর্তি কর,

কাঁদতে চাইলে কেঁদে নিয়ে হৃৎপিন্ডটা উজার কর।

চোখের জলের রেশটুকুও রাখিস না আর মন কোটরে,

হাসির জোয়ার সবটুকু আন যৌবন ঠাসা ঐ গতরে।

সবটুকু ঢাল জীবনপাত্রে শেষ ফোঁটাটাও রাখিস না রে,

বাঁচিয়ে বাঁচিয়ে কিপটেমিতে জীবনটাতে থাকিস না রে।


ঘন্টা মিনিট সেকেন্ড কাঁটায় বাঁধা থেকে আর কতকাল চলবি?

মেপেঝুপে পা ফেলে ফেলে হিসেব করে কত কথা আর বলবি?

একটা গোটা জীবন পেলি তাও রয়েই গেলি গরীব হয়ে,

মিথ্যে অহং ভরে বুকে হেলায় জীবন ক্লান্ত পায়ে বেড়ালি বয়ে।

অতীত ছিলো থাকবে ভবিষ্যতও যেমন থাকার যে যেখানে,

বর্তমানটা ফুলিয়ে নে না একবুক বাতাস ফুঁয়ে ভরে আজ এখানে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational