বৃষ্টিভেজা শহরে.,,,
বৃষ্টিভেজা শহরে.,,,
বলতে অনেক ভালো লাগে
বৃষ্টি ভালোবাসি,
বৃষ্টি ঝড়লে কখনো বা কাঁদি
হঠাৎ কখনো হাঁসি।
আমি ছাড়া বৃষ্টি বারন
বলেছিল কেউ,
কোন এক বৃষ্টির সাথে
ঝরে পড়েছে সেও।
বৃষ্টি আসে বৃষ্টি যায়
বৃষ্টি বারোমাসি,
বৃষ্টিভেজা শহরে
বৃষ্টিই দেখি বেশী।
বৃষ্টি ঝরে আকাশ থেকে
ভিজিয়ে দিতে শহর,
বৃষ্টি যখন দুচোখ বেয়ে
জাগিয়ে রাখে প্রহর।
বৃষ্টি খুশি বৃষ্টি দুঃখ
বৃষ্টি হাহাকার...
বৃষ্টি ভেজা এই শহরে
শুধু বৃষ্টির ই কারবার।
