বৃষ্টি
বৃষ্টি
মেঘ নেই আকাশে ; রোদে ঝরে বৃষ্টি,
বাষ্পীয় বাতাসে এ কি অনাসৃষ্টি ।
বৃষ্টির জল যেন হলুদের রস,
কেউ বলে জল নয় ; এ যে এসিড বস !
ছারখার গাছপালা দেহ যায় জ্বলে,
রোদের সাথে এ খেলা অকারণ চলে।
দেখেছি এমন বৃষ্টি সবুজের মাঝে,
আশঙ্কার মেঘ এসে অপরূপে সাজে ।
বাঁশ গাছে ফুল ফোটে আকাল সময়,
এসিড বৃষ্টি হলে কোন ভয় নয় ।
প্রকৃতির এই খেলা চলে বা কখনো,
আশঙ্কার মুখ যতই হোক না শুকনো
