STORYMIRROR

Nikhil Mitra Thakur

Romance Others

3  

Nikhil Mitra Thakur

Romance Others

বৃষ্টি মুখর প্রেম

বৃষ্টি মুখর প্রেম

1 min
186


বৃষ্টির লাশে গর্ত থৈথৈ,

নাচে মন রৈরৈ,

আকাশ গর্জে ওঠে পৈপৈ,

প্রাণ করে হৈহৈ।


ভিজে বাতাস বইছে শনশন,

শীতে ঠোঁট টনটন,

অলস শরীর করে ঘ্যানঘ্যান,

ঘোরে শির বনবন।


উড়ে মাছি চারদিক ভনভন,

হাঁটি তাই হনহন,

প্রেমের ইচ্ছা করে কনকন,

হৃদয় হয় চনমন।


Rate this content
Log in

Similar bengali poem from Romance