বৃষ্টি এলে
বৃষ্টি এলে


হঠাৎ বৃষ্টি এলো
বললাম সবুর কর
তোকে মাখবো সারাগায়ে
রাশি রাশি মুক্ত দানায় উঠোন গেল ভিজে
জবা টগর বেল সবাই স্নান সারলো
তুই এলি, আমিও আলিঙ্গনে আবদ্ধ হলাম
সারারাত সর্বাঙ্গে সেকি শিহরন!
এতো যে মাখামাখি, এতো যে ছোঁয়াছুঁয়ি
পারলি কি আমার অন্তরের
মলিন বসনখানি ছিঁড়তে?
বিষাদের কাঁটাতার ভেঙে পারলি কি
রক্ষা করতে আমার হৃদয় খানি?
কিংবা শুদ্ধতা এঁকে দিতে সমস্ত
অন্তর জুড়ে!!