বৃক্ষফলেন পরিচিয়তে
বৃক্ষফলেন পরিচিয়তে
রাম শ্যাম দুইজনের দুই বাগান ,
ছিলো দুজনের পেয়ারাগাছ একখান ।
দু-একটা ফুল ছিলো তবে ওটা প্রধান নয় ,
সকলের ওই পেয়ারাগাছে খুব লোভ হয় ।
দুজনে বিক্রি করে না বটে পেয়ারা ,
পরিবারের লোকই খায় সব নিজেরা ।
মাঝেমধ্যে শ্যাম পাড়ার লোককে দেয় ,
কিন্তু রাম কোনো পেয়ারা কাউকে না দেয় ।
রামের বড় ব্যবসা , প্রচুর প্রচুর টাকা ,
সুখের আতিশয্যে যায় না খেয়াল রাখা ।
শ্যামের পরিবার মোটামুটি চলে যায় ,
ছোট্ট দোকানের টাকায় জীবন চলে যায় ।
রামের বাড়ির পেয়ারা সারেতে বেশ পুষ্ট ,
এদিকে শ্যামের পেয়ারাগাছ খানিক শুষ্ক ।
লোকেদের নজর বেশী রামের গাছের দিকে ,
শ্যামের গাছ ঠিকই কিন্তু পেয়ারাগুলো ফিকে ।
রামের বিয়ে হলো বউ এলো ঘরে ,
মায়ের জায়গা হলো না সংসারে ।
মাকে পথ দেখালো বৃদ্ধাশ্রমের পানে ,
সমাজ মজে রয়েছে এখন এই গানে ।
কেন ক্রমে রামের পেয়ারা গেল শুকায়ে ?
কে জানে কেউ বলতে পারে না বোঝায়ে ।
ওদিকে শ্যামের বাড়ির পেয়ারাগাছ পুষ্ট
এমন কেন হলো - রাম হলো রুষ্ট ।
খোঁজ নিয়ে জানলো তার মা আছে
বৃদ্ধাশ্রমে যেটা ঠিক শ্যামের বাড়ির নীচে ।
শ্যাম নাকি তার মাকে নিজেই নিয়ে গেছে ,
তার নিজের মা নেই , তাই সুখেই আছে ।
বৃদ্ধাশ্রমের বদলে শ্যামের বাড়ি এসে ,
রামের মা আছেন শ্যামকে ভালোবেসে ।
সেই ভালোবাসায় পেয়ারাগাছ হয়েছে সতেজ ,
শ্যামের বাগানে এসেছে আজ খুশির আমেজ ।
রামের গাছ শুকনো , পাপের ফল সবার মতে ।
আসল প্রবাদটাই সত্য , " বৃক্ষফলেন পরিচিয়তে । "