বৃদ্ধাশ্রম
বৃদ্ধাশ্রম


স্বপ্নের ভেলায় উজানে ভাসিয়েছিলাম ভালোবাসা,
আত্মিক সম্পর্ক স্থাপন করেছিলাম মননে,
আবেশের পৃথিবীতে রঙবাহারি কৃত্রিম মানুষের সান্নিধ্যে।
বহু ঝড়-ঝঞ্ঝাকে হেলায় উপেক্ষা ক'রে
এগিয়ে নিয়ে যাওয়ার সহস্রাধিক পরিকল্পনা,
আশান্বিত মনে কালবৈশাখীর উদয়,
কালের কণ্ঠ রোধ ক'রে নকল রামধনুর উন্মেষ!
পার্থক্য গড়ে দিয়েছিল বন্ধনের অস্থায়ী অস্তিত্বের সমাবেশ,
তাসের ঘরের মতো ভেঙে পড়ল সুউচ্চ পাহাড়প্রমাণ সংসার।
সবাই যে ভালো থাকতে চায় নিজের আয়নার সীমাবদ্ধতায়!
বলপূর্বক কী আর আটকে রাখা যায় মানবিক বন্ধন?
শেষের সীমান্তে শুরুর অধ্যায় বৃদ্ধাশ্রমের কুঠুরিতে,
যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ বিনোদনের নব উপাখ্যান!
জীবনের শেষ প্রান্তে আবার আবাদী জমির পরিমাণ খোঁজা,
অচেনা অজানা সম্পর্কের মধ্যে মানিয়ে নেওয়া আত্মপরিচয় বিনিময়,
ফেলে আসা যাবতীয় কার্যক্রমকে ভুলে থাকার অধ্যবসায়,
দমবন্ধ পরিবেশ - এটাই শেষ আশ্রয়স্থল।