STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational

4  

Nityananda Banerjee

Classics Inspirational

বোধোদয়

বোধোদয়

1 min
422

একা দিন রাত ঘুরি টো টো

দু'টি চরণ যেন অটো।

তোর দুই হাত ঘুরে পোঁ পোঁ

করে সংঘাত যেন ফটো।

সুখ সন্তাপ কারো অভিশাপ

হাতে মটকা জলপূর্ণ,

তুই হাঁটছিস দুখ বাঁটছিস

ভরপেটে তোর কায়মচূর্ণ ।

আমি বোধ আর তুই বুদ্ধি,

তুই প্রতিশোধ আমি শুদ্ধি ।

আমি শান্তি তুই যুদ্ধ,

তোর ক্লান্তি তোর বুদ্ধ ।

চোখে চশমা চোখ বন্ধ,

আমি রস মা; তুই অন্ধ ।

মুখ নির্বাক ঠোঁট শুকনা,

জ্ঞানগম্যি উন্মুখ না ।

তবু সত্যি ; তুই সত্যি,

বোধবুদ্ধি একরত্তি।



Rate this content
Log in

Similar bengali poem from Classics