*বন্ধুপ্রীতি*
*বন্ধুপ্রীতি*


মনের কোনে রাখা প্রীতি,
পুরানো সেই মধুর গীতি।
ছোটবেলার আজব রীতি,
টেডি-র সাথে হরেক স্মৃতি।
তার আগমন বৈশাখ মাসে,
পা রাখেনি মাঠের ঘাসে।
বসে থাকে একটি পাশে,
আমায় টেডি ভালোবাসে।
ও টেডি তুই লক্ষী সোনা,
তোকে দেব মিছরি দানা।
জড়িয়ে জীবন স্বপ্ন বোনা,
অন্ধ ঘরে আলোর কণা।
টেডি-র সাথে হরেক স্মৃতি,
মনের কোনে রাখা প্রীতি।
চলতে পথে বাঁধা নীতি,
সুর-তালে বাঁধে মধুর গীতি।