বনানী নিধন
বনানী নিধন
অরণ্যের শোভা গাছ, পাখি গাছের ডালে,
সবুজের শোভা মাঝে, ময়ূরপঙ্খী দোলে।
বনের গহনে পশু-পাখির মুক্ত আবাসন;
খাদ্যের খোঁজে প্রাণী জগতের অবাধ বিচরণ।
প্রকৃতি গাছের জন্ম দিয়েছে,আগলে রেখেছে বুকে;
শিকড়ের জোরে ভূমির ভাঙ্গন গাছেরা দিয়েছে রুখে।
মানুষ তোমরা গাছপালা কেটে, পুড়িয়ে দিয়ে বন;
উজাড় করে দিচ্ছ কেন প্রকৃতির তপোবন ?
সভ্যতাকে ছড়িয়ে দেবার চেষ্টা নিরন্তর,
তবু, বনানী নিধনে শহর বানানোর প্রচেষ্টা অবান্তর।
জ্বালানি জোগাড়ে ইচ্ছে মতো কাটছো কত গাছ,
সুস্থ বাতাস পাবে নাকো আর, পাবে আগুনের আঁচ।
বন্যেরা তো বনে সুন্দর, কেড়ো না তাদের বাসা;
উদ্ভিদ আর প্রাণিজগতের অনাবিল ভালোবাসা।
প্রকৃতির যে ভারসাম্য, যদি সে বজায় রাখো;
আলো, বাতাসে ভরা এ পৃথিবী, সুশোভন হবে দেখো।
