বিসর্জনের সুর
বিসর্জনের সুর
আজ বিজয়া দশমী
পাঁচ দিনের ছুটিতে
তোমায় কাছে পাওয়া অতৃপ্ততায় শেষ।
কাল চলে যাচ্ছি,
সেই একলা বিছানায়,
আবার ফোনে বাঁধা থাকবে এই রেশ।
মানুষের আনন্দ উল্লাস-
এক কোণে জ্বলে থাকা প্রদীপ,
শুরু হবে সেই অপেক্ষার দিন গোনা।
এখানে জন্ম তোমার আমার
বেঁচে থাকা একান্ন্যবর্তি,
সঙ্গে চলে ঝুলি ভরা স্মৃতির সোনা।