Atanu Ganguly

Classics Tragedy

3  

Atanu Ganguly

Classics Tragedy

বিসর্জনের সুর

বিসর্জনের সুর

1 min
631


আজ বিজয়া দশমী

পাঁচ দিনের ছুটিতে

তোমায় কাছে পাওয়া অতৃপ্ততায় শেষ।  

কাল চলে যাচ্ছি,

সেই একলা বিছানায়, 

আবার ফোনে বাঁধা থাকবে এই রেশ।

  

মানুষের আনন্দ উল্লাস-

এক কোণে জ্বলে থাকা প্রদীপ,

শুরু হবে সেই অপেক্ষার দিন গোনা।  

এখানে জন্ম তোমার আমার 

বেঁচে থাকা একান্ন্যবর্তি, 

সঙ্গে চলে ঝুলি ভরা স্মৃতির সোনা।  


Rate this content
Log in

Similar bengali poem from Classics