বিসর্জন
বিসর্জন


৮২ বছরের হল অবসান
হল তাঁর বিসর্জন,
মানুষটি আজ নিল বিদায়
শ্রদ্ধা করি নিবেদন।
সদাই মিষ্টি হাসি মুখ খানি
আজও মনে ভাসে,
মামার ভালোবাসা ভাবলে
হৃদয় এখনও হাসে।
শান্তিতে থেকো প্রিয় মামা
যত দূরেই তুমি যাও,
তোমার বিয়োগে বাক্যহারা
বিনম্র প্রনাম নাও।