বিস্ফোরণ
বিস্ফোরণ


পৃথিবী জুড়ে ক্রমশ ,
একটার পর একটা বিস্ফোরণ ঘটে চলে ।
কখনো হিংসার আগুন ঝলসে দেয় শ্রীলঙ্কা ।
কখনো বা বাগদাদ ।
আধ ঘন্টার মধ্যেই,
টিভির সমস্ত খবরের চ্যানেল জুড়ে ,
হুলুস্থুল শুরু হয় ।
আমি যন্ত্রণাময় চোখে তাকিয়ে দেখি ,
টিভির স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে -
রক্তের বৃষ্টিতে ভিজে যাওয়া বারান্দা ,
দোকানপাট বা কোনো বড়ো হোটেল ।
বোমার স্প্লিন্টারের আঘাতে তছনছ -
হয়ে যাওয়া মন্দির,মসজিদ,গির্জা ।
টিভিতে কয়েকজন মানুষ ঘুরেফিরে ,
এই সমস্ত ছবি দেখিয়ে অজস্র কথা বলতে থাকে।
তাদের গলার আওয়াজে শোকের স্পর্শ নাকি ,
গরম কোনো খবর পাওয়ার খুশি -
তা বোঝার আগেই পৃথিবীর কোনো দেশে ,
আবার ও বিস্ফোরণ হয় ।
এবং সবকিছু চক্রাকারে চলতে থাকে আগের মতোই ।