বিশ্ববিজয়ী(10)
বিশ্ববিজয়ী(10)


আমি বিশ্ববিজয়ী
আমিই সর্বশ্রেষ্ঠ জীব এ জগতের
আমি সব , আমিই সব
আমি ছাড়া এ জগত অচল
আমি ছাড়া জগত অন্ধ কারাগার।
ঘূর্ণায়মান পৃথিবীর যদি চেতনা থাকতো
তাহলে সে আমার দাসত্ব মেনে নিত
কোনো প্রতিবাদ না করে।
সৃষ্টির সূচনা থেকেই আমি বীর মুক্তিযোদ্ধা
যুদ্ধের অহংকার আমার রক্তে মিশে আছে,
যুদ্ধের ক্ষমতা আর বুদ্ধির দৌরাত্ম্য
আমাকে শ্রেষ্ঠ আসন দিয়েছে।
প্রকৃতির বারবার যুদ্ধ ঘোষণা
আমাকে অতি শক্তিশালী বানিয়েছে,
প্রতিবার যুদ্ধের শেষে আমি শুনেছি
উল্লাসিত কন্ঠে আমার জয়ধ্বনি;
তারপরেও আমি অক্ষত রয়েছি
আরও পরাক্রমশালী হয়েছি।
আমার সুসজ্জিত অস্ত্রের আঘাত
বন্য প
শুদের বানিয়েছি আমার গোলাম।
আমিই জগতের আরেক রচনাকার
আমিই জগতের প্রভু।
আজ আবারও একবার
নিজেকে শ্রেষ্ঠ প্রমানের সুযোগ এসেছে,
আমি বিনাযুদ্ধে হার মানবো না,
আমি আমার রাজত্ব কেড়ে নিতে দেব না
এত সহজে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
তাই আজ বীরদর্পে যুদ্ধ ঘোষণা করছি
ওই রাক্ষসী করোনার বিরুদ্ধে।
যতক্ষন দেহে আছে প্রাণ
প্রাণপনে লড়ে যাব।
আমার রক্তে আছে সেই প্রতিভা
আমি যুদ্ধে বিজয়ী হবই।
আমি প্রস্তুত
তোমার আগ্রাসী নীতি বিফলে যাবেই
শুধু সামান্য সময়ের অপেক্ষা।
তারপর তুমি শেষ,
তুমি হারবে, হারতে তোমাকে হবেই
কেননা আমি বিশ্ববিজয়ী।।