বিশ্বাসঘাতক
বিশ্বাসঘাতক


কে শাসক, কে বিশ্বাসঘাতক?
বল আমরা নাকি ওরা?
ওদের হাতে দেশের অর্থনীতি
বিনা বাধায় পড়ল ধরা,
দেশের দশের হত ভালো,
ছিল গরীব ধনী আনন্দেতে,
বাস্তবতা পেল অন্য রূপ ,
স্বপ্ন চুরমার হল শেষে;
আজকে রাজনীতি রাষ্ট্রের নীতি
নাকি রাষ্ট্র শোষণের নীতি?
ঘোলা জলে খাচ্ছি হাবুডুবু,
মনে বিশ্বাসঘাতকের স্মৃতি।