STORYMIRROR

Sudip Bag

Inspirational Others

4  

Sudip Bag

Inspirational Others

বিশ্বাসের চুম্বন

বিশ্বাসের চুম্বন

1 min
23.6K

কিছু কিছু সুখ এমন হয়,

দুঃখ থাকে তাতে,

কিছু কিছু মুখ এমন হয়,

ভরসা থাকে সাথে।

সুখ দুঃখের মহামারী রং বড্ড বেরঙিন,

ব্রহ্মসম দুটি কথা তিমির ভাঙা আলোর দিন।

ছায়াবৃত্তের গন্ডী মুছে আঁকতে পারে আলপনা,

সমানুপাতিক সম্পর্কে মিষ্টি মুখের আয়না।

বিশ্বাসের সেতুর পিঠে গড়া এ জগৎ সারা,

অবিশ্বাসের ভিতে পুড়ছে এ বিশ্ব ধরা।

ভরসা রেখো সঙ্গে থেকো আসবে সুদিন একদিন,

মিথ্যে নয়, ভালোবাসা হবেই জয়ী দেখবে সবাই সেদিন।

সুখ নাহলেও দুঃখের দিনে পাশে পাবে নিশ্চিত,

মুখটি তুলে কন্ঠ ছেড়ে গাইবো মোরা প্রেমের গীত।

মনের সব বন্ধ দরজার চাবি তোমার কাছে,

ইচ্ছে হলেও নিও খুলে, দেখবে বিশ্বাস ভরা আছে।

সমাজ সংসারের বেড়া ভেঙে বারেবারে ফিরবো মোরা দুজন,

একে অপরকে ললাট রেখায় আঁকবো বিশ্বাসের দৃঢ় চুম্বন।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational