বিরহ
বিরহ
Prompt- 5
বিরহ
মানিক চন্দ্র গোস্বামী
তুই কি পাখি পারবি জানাতে তারে
আমার মনের কথা,
বড় উদ্বেল এই হৃদয় গভীর,
বুক ভরা শুধু ব্যথা।
যা পাখি তোরে ছেড়েই দিয়েছি
খাঁচায় রাখিনি ভরে,
খোঁজ টুকু তার নিয়ে আয় পাখি,
জ্বালা বড়ো অন্তরে।
একাকীত্বের বিরহ বেদনা
নিদারুন এই জীবন যন্ত্রনা,
মুক্ত পাখি আকাশে উড়ে,
খোঁজ এনে দে একটি বারে,
প্রিয়তম মোর ভুলে গেছে তার
শকুন্তলার পোড়া কপালে স্থান নেই ভালোবাসার।
পাখি তোর আমি পুরাবো চাহিদা,
সরিয়ে দে না তার চোখের পরদা,
দানাপানি তুই ঠিক পাবি জেনে,
মান ভেঙে আয় প্রিয়ের মনে,
মোরা রাসভুমিতে চন্দ্রালোকে সিক্ত হবো অবগাহনে।
ভুলে যেতে চাই মনের বিবাদ,
এনে দে রে পাখি শুভ সংবাদ,
দুষ্মন্তের মনের বাগানে,
ফুটুক না ফুল পাখি কলতানে,
স্মরণ করিয়ে দিয়ে আয় তারে,
প্রিয়া তার একা মনো-অভিমানে, কাঁদিছে বসিয়া এই নীপবনে।

