বিপন্ন গনতন্ত্র
বিপন্ন গনতন্ত্র
গণতন্ত্রের তেজী ঘোড়াটা টগবগিয়ে ছুটেছে
তাই ঘোড়ার লাগাম ধরতে আদালত এসেছে,
ডান বাম সবাই লুকিয়ে করেছে নৈতিকতা বর্জন,
নিরপেক্ষতাহীন মিডিয়ার দালাল নাম অর্জন,
সাংবিধানিক পদেও কেন রাজনীতির রং?
দেশপ্রেমের গান গেয়ে কেন কর ভালোবাসার ঢং?
শুধু কর্ণাটক, মহারাষ্ট্র কিম্বা কাশ্মীর নয়,
স্বাধীন ভারতের প্রতিটি জায়গায় গণতন্ত্র চাই,
যাদের ভোটে নির্বাচিত তাদের মুখেই লাথি!
টাকার লোভে বিক্রি! তুমি বিধায়ক না হাতি?
ক্ষমতায় বসে ঘোড়া কেনা বেচা যে ক্ষমার অযোগ্য,
গণতন্ত্র বিপন্ন ! দূর করবে কিভাবে এই দুর্ভাগ্য ?
