বইমেলা
বইমেলা
বই যে রাত্রিশেষে সূর্য ওঠা ভোরের আলো,
জ্ঞানের দ্যুতি মোছে মনের আঁধার কালো;
কাহিনী থাকে বই জুড়ে, মনের পাতায় স্বপ্ন,
বইমেলাতে মলাট জুড়ে খুঁজে নিই সে রত্ন;
অনুভূতিরা শব্দ সাজায়, কবিতারা নির্ভীক,
ব্যস্ততার মাঝেও সব চরিত্র নয় কাল্পনিক;
সাম্প্রদায়িকতা ঠুনকো মিলনমেলা চত্বরে,
যন্ত্রণার একাকীত্ব ঘোচে বিস্মরণী দপ্তরে।