বইমেলা
বইমেলা
বইয়ের ভাঁজে আরেক আমি
খোলা মেলা জগৎ ঘিরে ,
বইয়ের ভাঁজে আরেক আমি
নস্টালজিয়ার আবেগ নীড়ে l
বইয়ের ভিড়ে মেলার নামে
শত মুখের যাওয়া আসা ,
তারা বই দিয়ে সাজায় জগৎ
দোয়াত কলমে ভালোবাসা l
বইমেলার লক্ষ বই ,
তার মাঝে আঁকি বুকি ,
বছর ঘুরে বইপ্রেমে
চেনা জগৎ দিচ্ছে উঁকি ll