STORYMIRROR

Nityananda Banerjee

Classics Inspirational Others

4  

Nityananda Banerjee

Classics Inspirational Others

বিলম্বিত প্রলয়

বিলম্বিত প্রলয়

1 min
296

বিলম্বিত লয়ে সূর্য্য পরিক্রমা ; 

রজত শুভ্র চন্দ্রাতপ লভিতে,

সহনশীলা ধরণী করেছে ক্ষমা ;

সৃষ্টি তাহার প্রলয়মধ্যে শোভিতে ।


যুগ যুগান্তর বালুময় সাগরিকা ;

ধৌত করিছে পাদপদ্ম যাহার ,

মরু প্রান্তরে ঝিকিমিকি মরীচিকা;

লম্বিত লয়ে জোগাইছে আশাহার ।


কনক কিরীটযুক্ত ধবল গিরি ;

পাদদেশে ধরি' শ্যামল গুল্মলতা,

প্রবাহিত বেগে পাষাণবক্ষ চিরি' ;

কতটুকু জানি নির্ঝর ইতিকথা ।


কার্য্যকরী কর্ম করিছে ওরাও;

করিছে প্রদান প্রত্যূষে প্রদোষে,

অজ্ঞাতসারে জীবনের গতি ঘোরাও ;

মর্মপীড়ায় বেদনায় দহি রোষে ।


গগনে গগনে গরজে জীমূৎসৈন্য ;

অতি অনা - দ্বিবিধাচারের বেশে ,

পার্থিব জীবন আত্মীয়তায় দৈন্য ;

প্রলম্বিত লয়ে উড়াইছে এলোকেশে ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics