বিকৃত প্রকৃতি
বিকৃত প্রকৃতি
পুজোর টানে, ঘরের কোণে, মন লাগে না আর,
ভয়াল মহামারী,সভ্যতারই অরি, রেখেছে বন্ধ দ্বার।
শরৎ এসেছে, মন যে মজেছে, শিউলির প্রাণে খুশি,
নীলাকাশ জুড়ে, ভেসে যায় উড়ে, শুভ্র মেঘের রাশি।
ভুবন ভোলা, কাশের দোলা, সমীরণ মৃদু বহে,
দুঃখের ত্রাতা, জগতের মাতা, অভিযোগ শুধু সহে।
সইতে তো হবে, ফরিয়াদ রবে, অধঃপতনের যুগে,
সভ্যতা ভুলে, পাষন্ডের দলে, মত্ত রয়েছে ভোগে।
কিশোরী কন্যা, রূপের বন্যা, অভাবী ঘরের আলো,
লোভের অনলে, কাম দাবানলে, কোথায় হারিয়ে গেলো।
বাপের সুমুখে, মেয়ে আর মাকে, নির্যাতনের শেষে,
পেট্রল ঢেলে, দেশলাই জ্বেলে, চিহ্ন মুছলো হেসে।
তোমায় তো জানি, অসুর নাশিনী, মেরেছো অনেক পাপী,
সেসব কি তবে, শুধু স্বর্গ বাঁচাবে, দেবতার খুশি মাপি।
মর্ত্যে তোমার মেয়ে, অনাচার সয়ে, লড়াই চালায় বাঁচার,
একটু তোমার, স্নেহ- মমতার, ছোঁয়াটুকু পাবে আর।
রাস্তা দেখাও এমন, ভরে যাবে প্রাণ মন, মনেতে প্রশান্তি রবে,
কন্যা বাঁচিবে, সমাজ হাসিবে, দোষীরা শাস্তি পাবে।
