STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Inspirational Others

3  

Nityananda Banerjee

Tragedy Inspirational Others

বিকর্ণ

বিকর্ণ

1 min
179

কুরুক্ষেত্র রণাঙ্গনে কর্ণ বা বিকর্ণ,

কৌরব পক্ষীয় যত সমরকুশলী,

স্খলিত মরণ পণে যথার্থে প্রপর্ণ,

পতনের অভ্যুদয়ে রত মহাবলী।


বৃক্ষশাখে পত্রপুটে যতেক পল্লব,

কালের কপোল তলে হইতে বিবর্ণ,

স্খলনের ধারা হেতু পরাণ বল্লভ,

মর্মরে গ্রথিত যথা তরলিত স্বর্ণ ।


পাদপের পত্রপুঞ্জ বসন্ত সকাশে,

গাহিলে বসন্তদূত অমর সঙ্গীত,

প্রাণের বন্ধন তার প্রেমের প্রকাশে,

প্রপর্ণের মর্মরিত জীবন ইঙ্গিত ।


ঝরাপাতা প্রকৃতির অমোঘ বিধান,

নবরূপে জীবনের অমৃত সন্ধান।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy