বিদায় বেলায়
বিদায় বেলায়


বিদায় বেলায় আবারও ফিরে আসে সুতীব্র অনুরণন,
এলোমেলো ক'রে দেয় চিত্রনাট্যের পরিবেশ,
অনুপ্রবেশের খিড়কিতে অসহায় বোধের দামামা বেজে ওঠে -
অনতিক্রম্য বিদায় ব্যথা অনুভবের হৃদয় কুঠুরিতে জাগ্রত।
আনমনে বাস্তবের রূঢ় আচরণটা জানান দিয়ে যায় আবারও।
স্মৃতির সরণীতে সমানুপাতিক বিষণ্ণতার আঁধার নেমে আসে;
পরম যত্নের আত্মজকে আজ দিতে হবে অন্যের ক'রে -
সুপ্রতিষ্ঠিত দেখার আনন্দে পাষাণ চাপা দিই বিচ্ছেদের তীব্র যন্ত্রণা।
অশ্রু মুছে মূকাভিনয়কে প্রাসঙ্গিক করার সহস্র চেষ্টা।