বিবাহবার্ষিকী
বিবাহবার্ষিকী
এই একদিন সামুদ্রিক হয়ে ওঠে, জোনাকি জোনাকি, আমার নৈমিত্তগাহন।
বাকি দিনে আনাজের গন্ধে ফুসফুস ভরে যায়
মশলায় ও ফোড়নে তেষ্টা পায় আকন্ঠ
হিসেবে-নিয়মে-পরিপাটিতায় মগজে জেগে ওঠে জলাজমি, তাতে শ্যাওলাস্বপ্ন, শালুক-পাঁক
ডুবে যায়...ভেসে যায়....
বাকি দিনে পালিয়ে থাকো
পালিয়ে পালিয়ে যাও
মুখ লুকিয়ে রাখ স্তবপাত্রে
ঘাড় ঘুরিয়ে শোন, অন্যমনস্ক, আর
থুক করে ফেল বিরক্তি-ঘেন্না, অদৃশ
্য দেয়ালে।
এই একদিন ফিরে আস, শায়িত জমি ছেড়ে
এই একদিন স্মরণ, প্রাচীননিয়মে
এই একদিন দেয়াল ভাঙ ধৈর্যরেখায়
শুধু এই একদিন কুসুম আন ঠোঁটদ্বয়ে
বাকি সব মিথ্যে, এই গোলাপ, খাবারের প্যাকেট
সংসারনিয়ম, বেড়াজাল-মায়াজাল, মোমবাতি ডিনার
দুমড়ানো মোচড়ানো গলন্ত আঁধার
সত্যি এই
জোনাকিদিন
কলঙ্কহীন
ছল খোঁজাঋণ