হ্যালিলুয়া
হ্যালিলুয়া
গভীর বিষণ্ন সন্ধ্যা এলে আপনাকে মনে পড়ে
অকপট, কথা জমা ছিল। ভেবেছি নক্ষত্র দিয়ে
কিনে দেব কোজাগরী। স্তব্ধতা ফুরোবে কফিঘরে,
হেঁটে যাব আজীবন জন্মান্তর; শপথে, পেরিয়ে।
মনে আছে খ্যাতিহীন কোন ফসিল-দিনের কথা?
সন্ধ্যাতারা বুকে নিয়ে হাতে হাত, ম্লান অঙ্গীকার।এখনও সে প্রতিশ্রুতি, ছেড়ে গন্তব্য আলেয়া পাতা,
or: rgb(0, 0, 0);">দূরত্বে ভ্রান্তিবিলাস মুখোমুখি হয় পরস্পর।
বহুবার ফিরে গেছি চেনা রাস্তা, স্মৃতির জাফরি।
ওপারে কি অনপেক্ষ কোন এক নিষ্ফল প্রহরী?
আজকাল দিনশেষে, স্থির দেখি সিগন্যাল বাড়ি
অবসরে মুখাপেক্ষী, তবুও তৃতীয়, নরনারী।
আদতে বিরামহীন। শূন্যের সাথে শূন্যের যোগ,
অবশেষ ফেলে গেছে নামান্তরে, অভ্রান্ত বিয়োগ।