নৌকা
নৌকা
মরা জগৎ হাতে নিয়ে টাটকা বিনোদনখানি
কাগজের নৌকো করে ভাসিয়ে দিলাম ঋতুবন্দী এই জলে, কালো -
ভাসানো অপেক্ষা 'ছাড়লাম' বলা ভালো।
প্রাক্তন প্রেমিকের বিরহালাপন্যায় রক্তপুঁজঘৃণামাখা,
ব্রহ্মবিন্দু দিকে উচ্চশির নৌকোখানি মৃগনাভ যত্ন- ভাঁজে রাখা।
পা ছড়িয়ে পাড়ে বসা পাগলিনী মাথাভর্তি নির্জনতা নিয়ে গায় 'যেতে নাহি দিব'; এমন সুজাতা ও পায়সান্ন
নিবেদন বাতাসে নাচে, দীর্ঘ বিরহে মতিচ্ছন্ন।
কতিপয় গিনিপিগ সে দৃশ্যে নখ ঠোকে, চাটে অবিরত
গন্তব্যহীন নৌকোখানি চঞ্চুরসে মাখামাখি; বিস্ফারিত পালের মতো
তাকে কুড়িয়ে নিও
ফুল-চন্দন দিও
মাঝরাতে প্রেমিকা-জনম ছিন্ন হবার আগে।
পাগলিনী সুরে দুর্বিনীত হবে মরমিয়া অতীন্দ্রিয়লোক
আমার এ গ্রহদোষী নৌকো তবে এভাবেই স্মরণীয় হোক।