ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে
দেখিনি আমি ভালোবাসার নামে প্রাচুর্যের ছড়াছড়ি
প্ৰেম দিবস নামে তখন কিছু ছিলোনা আহামরি।
ভালোবাসার জগৎ জুড়ে এখন অনেক বিশেষ দিন
আড়ম্বর বেজায় খানেক, কিন্তু ভালোবাসা বিহীন।
আজকে যাকে দেখি ছাদনাতলায়,কালকে কোর্টে
"ভালোবাসা" ঘুরছে এখন,সবার পকেটে পকেটে ।
কে কাকে আজ বাসছে ভালো,যাচ্ছে টাকায় বোঝা
কাকের পুচ্ছে পেখম গুঁজে, বৃথা ময়ূরকে খোঁজা।
লেকের ধারে, ঝোপের ধারে বড় গাছের তলে
সেই প্রেমের দিনটা আজ গেছে হঠাৎ চলে
বাইক এখন বাহন প্রেমের,অস্ত্র মোবাইল ফোন
এদেরকেই সামনে রেখেই হয় দেওয়া নেওয়া মন।
কেউ বলেনা আমি কেবল তোমায় বাসি ভালো
তুমি আমার মনের ঘরে জ্বালাও খুশির আলো।।

