ভয়
ভয়


আজকাল বড্ড ভয় হয় আয়নার সামনে দাঁড়াতে।
ওই পাশে থাকা আঁধার ঘেরা চেহারাটা,
কখনো কখনো মনে হয় বড্ড অচেনা ।
যেন হঠাৎ লাগামছাড়া আদিম রিপুর টানে,
মিশে যাবে আশপাশে লুকিয়ে থাকা দুপেয়ে জন্তুদের ভিড়ে।
হিসেব মাপা অভ্যেসের কবর খুড়ে,
বেরিয়ে আসবে ফ্যাকাশে, মৃতপ্রায় আদিম ইচ্ছেগুলো।
আর হারিয়ে যাব আমিও সেই আদিম জন্তু দের ভিড়ে।
লালসার আঁচে সেঁকে নেবো হিমশীতল কামনার থাবা।
পড়ে থাকবে একটা মেকি ভদ্রতার খোলস,
আর অকালে শুকিয়ে যাওয়া,
এক মুঠো শুকনো পাপড়ি।