ভুলে যাওয়া গান
ভুলে যাওয়া গান
প্রেমকে সময়ের হাতে ছেড়ে দিলাম, যেন প্ৰেমকে ভুলে যাই।
আমার সময় কোথায়! এইসব মেয়েলী প্রেম-ভালবাসার।
আমার রয়েছে অন্য পথ, অন্য গান গাওয়া।
অন্য পথে খালি ছুটে চলা।
অথচ নিজের কথাও অতটা মনে পড়েনা, যতটা তোমাকে মনে পড়ে।
সবকিছু পুরনো হয়, তুমি পুরনো হযও না।
তোমার কথা ভাববো বলে কাজ বন্ধ করে দিই।
বসে বসে হাত খুঁটি, শুয়ে শুয়ে জেগে থাকি।
কতবার যে সিদ্ধান্ত নিতে বসি_ তোমাকে ভুলে যাব।
সিদ্ধান্তের অজুহাতে তোমার কথাই ভাবি।
তুমি আমাকে পাগল করে দেবে!
এত বেশি বার মনে পড়ে_ তুমি , তুমি , তুমি ...