ভ্রমণ
ভ্রমণ
কখনো ভোরবেলায় ঘুরিয়াছি কত
ধকল সহিতে নারে দেহ অবসন্ন,
পান করি নাই মধু; মধুমেহ যত ,
আমার শরীর জুড়ে মরণ আসন্ন ।
রোজ ঘুরি নগ্ন পদে সকাল বিকাল,
উপশম কিছুমাত্র নাই অনুভবে ,
মধুপের ইহকাল নাই পরকাল
মধু পানে তাই তারা সদা মত্ত রবে ।
ললন্তিকা মণিহার মণিহারা ফণী ,
গলায় শোভিত যার হয় দূরযাত্রী,
এক দুই তিন করে আমি শুধু গণি,
মরণ পাত্রের লাগি' হবে কে বা পাত্রী ।
ইহকাল পরকাল কালাকাল সবি,
থাকি বা না থাকি তবু উদিবেন রবি।
