ভবিতব্য
ভবিতব্য
যেদিন শুভ্র প্রভাতে দেখা যাবে রক্তিমতা -
মাটির ওপর টাটকা রক্তের সুস্পষ্ট চিহ্ন,
মাঠে মাঠে ধান এর বদলে প্রাণহীন দেহ,
বাতাসে মৃত্যুর ডাক যাবে শোনা;
সূর্য্য, চন্দ্র রসিকতা করে বিদ্রুপ হাসি হাসবে -
পাখিরা ভুলে যাবে গান গাওয়া,
আকাশপথে মেঘেদের গাম্ভীর্যতা হবে বিলুপ্ত;
নদী, পুকুর ক্রমশই শুকিয়ে যেতে থাকবে
আনন্দ বলে কিছু থাকবে না পৃথিবীর 'পরে
সেদিন -- দূর থেকে অলক্ষে কেউ হাসবে,
বলবে -- প্রাপ্য যা ছিল তা মিটলো এতদিনে,
পাপ করেছিলি -- তারই প্রায়ঃশ্চিত্ত আজ |
এতদিন তো মত্ত ছিলি হাসি-তামাশা-আনন্দে,
দুঃখ বলে তো কিছু জানতিস না --
মানতিস না কষ্টকে, আজ --
চেষ্টা করে দেখ কাঁদতে পারিস কিনা |
