STORYMIRROR

Nandita Pal

Inspirational Others

3  

Nandita Pal

Inspirational Others

ভারী বছর

ভারী বছর

1 min
195


এত ভার নিয়ে বছরটা আর চলতে পারছিল না,

অপমান, না পারার যন্ত্রণা, তার সাথে হারানোর স্তব্ধতা,

অচেনা শত্রুর সাথে অনেক কাড়াকাড়ি,

এরি মধ্যে কোথাও ইউরেকা, তোলপাড় চারিদিক।

বিদায়ে রইল না বাতি, স্মৃতিতে রইল শুধু বিষ।

ম্লান মুখে বছর টা আহ্বান জানায় নতুনকে,

বিষক্ষয়ের প্রার্থনায় আগমন জানায় প্লাবনকে।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational