ভালোবাসার চাষী
ভালোবাসার চাষী
আমার মন শহরে তুমি
একাই অধিবাসী,
আমি তোমার মনে একাই
ভালোবাসার চাষী।
একলা অধিবাসী খেলছো
সেথা যেমন খুশি,
আমি জানি তুমিই আমার
জ্যোৎস্না রাতের শশী।
চাষের ফসল পাই উপহার,
সোহাগ আদর বারবার,
তারই জোরে পেরিয়ে যায়,
এই জীবন পারাবার।

