STORYMIRROR

💖Susmita Goswami💖

Tragedy Fantasy

4  

💖Susmita Goswami💖

Tragedy Fantasy

ভালোবাসা একতরফা!

ভালোবাসা একতরফা!

2 mins
373

ভোরের রবি ভোরে যেমন আভা ছড়িয়ে দেখা দেয়  

তেমনভাবেই দোলা দিয়ে সে আমার মন অধিকার করে নেয়! 

জানি না কিসের টানে, জানি না কি সেই মায়া। 

তবুও যেন ওর সাথে ঘোরে আমার ছায়া! 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ।  


দেখেছিলাম যেদিন, মন দিয়েছি সেদিন।

কেন বেসেছি ভালো আজকেও জানি না 

এটুকু জানি ওর কাছে আমার মনটা রাখা

যেই মন আমার কাছে ফিরে আর আসবে না 

চেয়ে দেখতাম একা একা, হৃদয়ে দিত দোলা 

কিছুতেই বুঝতাম না এটা কোন মায়ার খেলা! 

মনটা হতো দুরুদুরু একদিন না দেখলে 

চিন্তা হতো মনে মনে খুব , কিন্তু রাখতে হতো আড়ালে। 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ। 


রোজ থাকতাম তার আসার অপেক্ষায়, গুনতাম আমি প্রহর

কিন্তু তাকে কখনো দেখিনি দিতে আমার প্রতি নজর!

ভালোবাসতাম একতরফা আর অজানা ভাবে

মনে মনে বলতাম আমি তাকে, তুমি রবে নীরবে! 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ।  


সব কাজ সেরে হোক বা সব কাজ ফেলে

তার কাছাকাছি আসতাম আমি সঙ্গে সঙ্গে চলে। 

সবসময় প্রতিজ্ঞা ছিল, তার বিপদে আমি আছি তার সঙ্গে 

নিজে মরে যাবো তবুও কোনো আঘাত পেতে দেবো না ওর অঙ্গে। 

ওর হাসিতে আমি হতাম খুশি , ওর দুঃখে হতো যন্ত্রণা 

কিন্তু ও আমার অনুভূতি কখনো কোনোদিন বুঝলোই না। 

ওর মনে আমার কোনো জায়গা নেই, নেই কোনো ভালোবাসা 

অথচ আমি, এক দুর্ভাগার মতো করে যেতাম আশা। 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ।


আমার সব আকুলতা, সব স্বপ্ন, সব ভালোবাসা 

সবটা জুড়েই মেয়েটি আমার হৃদয়ে নিয়েছিল বাসা। 

ভালোবাসার কাঙাল হয়ে চেয়ে থাকতাম ওর চোখের পানে

অথচ সেই চোখে যে নেই আমার নেই প্রতিবিম্ব, নেই আমি ওর মনে! 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ।


তার অসুস্থতায় আমিও কেমন যেন দূর্বল হয়ে যেতাম।

তবুও মনে হতো যদি ওর অসুখের নিরাময় হতে পারতাম! 

কিন্তু তা তো সম্ভব নয়, তাই নীরবে আমার প্রার্থনা 

যেটা ঈশ্বর আর আমি ছাড়া কেউ জানতাম না। 

দিন যেত, রাত যেত, তার ছবি মনে এঁকে 

আমার গল্প, আমার কবিতা সুন্দর হতো ওকে রেখে। 

আপন মনে একলা আমি, ওকে বলতাম কত কথা, শোনাতাম কত গান 

কেন জানি না মনে হতো হয়ত আমি ছুঁতে পেরেছি ওর প্রাণ! 

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ।


ভাবলাম একদিন ওকে বলব আমি, আমার ভালবাসার কথা

কিন্তু কে জানত যে সেটাই হবে আমার এ জীবনের শেষ যাত্রা! 

বলতে গিয়ে দেখলাম আমি , আমি যাকে ভালোবাসি 

তার জীবনের নবাব কে নিয়ে সে খুব হাসিখুসি!

হৃদয় আমার ভেঙে গেল, একতরফা ভালোবাসা 

চোখের সামনে স্বপ্ন গুলো হলো ধোঁয়াশা !

কারণ ভালোবাসা নাকি অন্ধ; তাই তো জানি না কারণ 

যার কাছে যে সবচেয়ে প্রিয় তাকে পাওয়াই হয় বারণ!!! 


  


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy