ভালোবাসা: এক নির্মম পরিহাস
ভালোবাসা: এক নির্মম পরিহাস
ভালোবাসা; সে এক নির্মম পরিহাস,
ভালোবাসা, না বলা প্রেমিকের উপহাস,
এক জটিল পরিণতি; এক জীবন্ত অভিশাপ,
পেলাম না; পাবও না; সেই শাপ মুক্তি,
তবু থাকি আশায় বসে; বিধাতার করাল গ্রাসের,
দেয় যদি দুটো প্রাণ মেলানোর ক্ষমতা; বাঁচতে চাই ইতিহাসে,
হতে চাই এক নির্বাক প্রেমী; মেলাতে চাই তাদের,
যাতে বলে তারা কোনদিন, এই সেই, মেলালো যে আমাদের।